Site icon আলাপী মন

কবিতা- হাতে ভীষণ জ্বর

হাতে ভীষণ জ্বর
-অলোক শীল

 

 

আজকাল হাতে ভীষণ জ্বর
নেই কেউ তোর আপন পর,
হাতে না, ভীষণ জ্বর..

মন খারাপী পাখি মনের ঘর
হাতে না ভীষণ জ্বর,

বিকেল শুনেছি চারটায়
প্রচন্ড শীত মুখ ঢাখে ঘোমটায়,
তোর হাতে কি এখনো জ্বর?

চাঁদ দেখতে বের হোস আগের মতো
তারা গুনিস শত-শত,
হাতে ভীষণ জ্বর..

প্রিয় কবিতা খোঁজে পেলি বুঝি?
জানি পাবি না, এখনো খুঁজি
তোর আবার সব কবি প্রিয়..

ডাক্তার দেখাবি না
না এমনিতে সারবে!!
ও জানা ছিলনা কবিদের
আবার ঔষধ!

কথা বলিস তোর নদীর সাথে
না সব ফেলে এসেছিস
জানি আর ফিরবি না
তোর, রোজই ভীষণ জ্বর

কবে আসবি বল না একবার?
ও আসবি না, কখনো আসবি না..
সবাই তোর কথা বলে রোজ,

একবার সময় করে দেখে যাস
তোর নদী, গ্রাম, বাড়ীর উঠান
পথ ঘাট সবাই ফাঁকা,

তোর হাতে আজকাল ভীষণ জ্বর
ভীষণ জ্বর, ভীষণ……

Exit mobile version