কবিতা- অকৃতজ্ঞ

অকৃতজ্ঞ
– শিলাবৃষ্টি

 

 

খেলাঘর ভাঙলো এবার-
গড়িয়ে গেল বেলা,
যা চলে যা মুক্ত বিহগ-
সাঙ্গ হল খেলা।
বন্দী করে রেখেছিলাম
পায়ে দিয়ে বেড়ি,
আজীবনের তরে তোর-
মনটা নেব কাড়ি।
মিথ্যে ভাবনা, মিথ্যে এ ঘর,
মিথ্যে হল স্বপ্ন,
কম করিনি আদর সোহাগ
কম করিনি যত্ন।
তবুও তোর মন পাইনি-
একটি দিনও পাখি;
ছটফটিয়ে মরলিরে তুই-
ভাসলো আমার আঁখি।
দানাপানি ফল দিয়েছি-
ভালোবাসার হাতে,
প্রেমের মানে বুঝলিনা তুই –
কাঁদালি দিন রাতে।
মুক্ত আকাশ খুঁজলি যে তুই
সবই আমার ভুল-
হৃদয়-মাঝে জল ঢুকেছে
নেই তল,নেই কূল।
খাঁচার পাল্লা খুলে দিলাম,
ঘুঁচিয়ে দিলাম বাঁধন,
যেথায় খুশি বাসা বাঁধিস-
যে হবে তোর আপন।

Loading

One thought on “কবিতা- অকৃতজ্ঞ

Leave A Comment