একটু থামো
-সুমিতা পয়ড়্যা
এবার একটু থামো
থামতে জানতে হয়।
রাখো তোমার ঔদ্ধত্যপূর্ণ বিচার;
তোমার বিচারের পদাঘাতে সব তছনছ।
কারো চোখে জল তো কারো মুখ ম্লান,
কারোর নীরব দীর্ঘশ্বাস তো কারোর নীরব অভিমান!
আকাশ যেমন একটি তারার আশ্রয় স্থল,দিনহীনের ছত্রছায়া,
বটের ছায়া যেমন পথমধ্যে পথিকের প্রাণ,
সাগরের তরঙ্গ যেমন জীবনের ছলাৎকার আনন্দ;
তেমন ভাবে ডালপালা বিছিয়ে দাঁড়াও; একটু থামো
প্রতিশ্রুতিরা প্রতিষ্ঠার আলোয় গান করুক।
হাতের উপর হাত রাখ; চোখের ‘পরে চোখ
হয়ত বা অতি সহজ নতুবা খুব কঠিন কাজ;
মায়া-মমতার আধার ঘিরে দেখাও তেমন দাপট,
শীতলতার পরশ দিয়ে আস্ফালন করো দূর,
এক লহমায় অতিক্রম করো সব বাধার সমুদ্দুর।
এবার তুমি থামো।তোমাকে থামতেই হবে অধরা অধিকারে।
থামো তুমি।থামতে জানতে হয়
নইলে সবকিছুকেই হারাতে হয়; হারাতেই হয়।