Site icon আলাপী মন

কবিতা- কৃষ্ণচূড়া কলমে জন্মান্তর

কৃষ্ণচূড়া কলমে জন্মান্তর
– পারমিতা ভট্টাচার্য

 

 

তোমায় যদি ভালোবেসে নদী বলে ডাকি?
কিংবা ধরো যদি বলি আমার খোঁপার কাঠচাঁপা?
কিংবা ধরো ঠোঁটের তিলে,সূর্য টিপে,

কাজললতায় এঁকে রাখি তোমার ভালোবাসার মোহর?
তবে কী তুমি দেবে সাড়া?
ভেসে যাবে অবধারিত জোয়ার অভিমুখে?
ডাহুক ডাকা দুপুর মনে করাবে আমার নাম?
রাতের অন্ধকার খুঁড়ে তুলে আনবে আদিম ভাস্কর্য খচিত আমার মুখ?
কয়েক আলোকবর্ষ দূর থেকে নিরন্তর, নির্বাক শ্রোতা হয়ে
শুনবো শ্রাবণ রাতে বাঁধ ভাঙার গান।

আমায় তুমি বৃক্ষ বলে ডেকো
আমার পর্ণমোচী পাতায় লিখো তোমার প্রিয় নাম
আমার কিশোরী শিকড় জুড়ে ছড়িয়ে দিও  সিঞ্জিনী ধ্বনি
বাকল ছাড়িয়ে হৃদয় খন্ডে জড়িয়ে দিও
রাত সাঁজোয়া সাজ
দিনলিপির নির্যাস মেখে নদীর আঁচলে
বাঁধা থাক বৃক্ষছায়া
আসছে বসন্তে তোমার নদীবুকে
একটা গোটা জন্মান্তর লিখবো আমি
               কৃষ্ণচূড়া কলমে
                 মনে থাকবে?

Exit mobile version