জাগতিক প্রেম. বনাম অনন্ত প্রেম
– সঞ্চিতা রায়
নদীর তীরে বসে সূর্যাস্ত দেখছিলাম,
মন এক অনাবিল আনন্দে ভরে যাচ্ছিল,
দিনমনি তার লাল আভা ছড়িয়ে দিচ্ছিল
দিকে দিকে, একেই কি বলে কনে দেখা আলো?
প্রকৃতির সাথে মিলে মিশে এক হয়ে গিয়েছিলাম।
হঠৎ তুই বলে উঠলি, ভালবেসেছিস কোনোদিন?
ভা..লো..বা..সা- ভা..লো..বা..সা গুরুগম্ভীর শব্দ যেন,
তবে বল প্রেম করেছিস কারুর সাথে কখন ও?
হা হা করে হেসে উঠলাম, বললাম,
আমার প্রেম জগৎ জুড়ে ব্যপিত।
কখনও প্রেমে পরেছি, কারুর বুদ্ধিদীপ্ত চোখের!
কখন ও বা হারিয়েছি, কারুর ঢেউ খেলান চুলে।
কখন ও বা পাগল হয়েছি কারুর অপূর্ব কথার ভঙ্গিমায়।
ওই যে নদীর স্রোতকে দেখছিস সেও আমার প্রেম।
ওই যে দূর আকাশে উড়ছে পাখির দল,
ওদের মুক্তির আনন্দ আমার অনন্ত প্রেম।
আর সমুদ্র, সে তো আমার চিরপ্রেমিক,
বা বলতে পারিস, আমি ওই তরঙ্গরাশির চিরপ্রেমিকা
আমার প্রেম ছড়িয়ে আছে, গাছগাছালির সবুজে।
আমার প্রেম বর্ণময় ওই ফুলেদের সাথে।
তুই অবাক হয়ে তাকিয়ে রইলি আমার দিকে।
আজ কেন যে, তোর চোখের তারায় হারিয়ে গেলাম!
আমার জগৎ জুড়ে ব্যপ্ত প্রেম তোর কাছে ধরা দিল।
তোর চোখে দেখলাম আমার সর্বনাশ।
ছিলাম অনন্ত আকশের মুক্ত পাখি,
এই সুন্দর মুহূর্তে ধরা পরলাম তোর প্রেমপাশে।
ভালবাসা বাধলো বাসা তোর হৃদয় আকাশে।