অণু কবিতা- প্রস্তুতি

প্রস্তুতি
– উজ্জ্বল কুমার মল্লিক

 

 

আমার সকাল হয় সূর্য ওঠার আগে,
আমার শুরু দিন-যাপনের গ্লানি মাঝে,
আমার দিন কাটে মনো-ব্যথা সহে সহে,
আমার মন ভারি, তবু রই হাসি-মুখে।
আমার আমিকে নিয়ে সদা আছি ব্যাকুল,
আমার আড়ালে তুমি রও, হেসে আকুল।

দিনান্তে, অবসন্ন হৃদয়ে খুঁজি তোমাকে,
শুনি বাঁশরী তোমার, প্রস্তুত চিরঘুমে।

Loading

Leave A Comment