এক ছাদ। ভিন্ন ক্রিকেট।
– জিৎ সাহ
এক আকাশ ছাদের নীচে ক্রিকেট হাজার খানেক টীম।
রাতের আঁধার ভেদ করে কান ভাঙানী হ্যারিকেনের আলো করে ঢিম!
পক্ষ-প্রতিপক্ষ মিলেমিশে একাকার।বোঝার উপায় নেই, শুধু খাবার টেবিলেই
হয় যত মোকাবিলা…
যত হা-পিত্যেশ শুধু দর্শক হয়ে যারা বুক চাপড়ায়।
হায়!
…শুধু তাদের।
আম্পায়ার তো নির্বিকার, ঠিকঠাক খেলা পরিচালনায়।
অসংখ্য ধন্যবাদ আলাপিমন এবং পরিবারের সকলকে। সবাই খুব ভালো থাকবেন….
প্রথম লাইন টি হত- এক আকাশ ছাদের নীচে ক্রিকেট খেলছে হাজার খানেক টীম…
হয়ত আমারই টাইপিং মিসটেক। যাই হোক লেখাটি প্রকাশ করার জন্য আলাপিমনের সম্পাদক/সম্পাদিকা দিগকে আবারও ধন্যবাদ জানাই । আসলে এই লেখাটি মনের গভীরে বাসা বাঁধা এক দুঃখবোধ থেকে লেখা, যার প্রকাশে মনটা অনেকটা হালকা হল..
ছাদটা যখন এক আকাশ, এক পরিবার যেখানে আত্মজদের মধ্যেই এক অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় তখন মেনে নেওয়া ছাড়া আর ছায়াযুদ্ধ ভালো লাগে না। সেটা দেশ হোক বা দশের অথবা পরিবারিক .সীমারেখার মধ্যে হোক না কেন…
আপনি যখন লেখা দিয়েছেন আশা রাখি লক্ষ্য করেছেন তবুও একবার দেখে নেবেন। পারলে সেই লেখাটি আর একবার দেখে নেবেন হোয়াটসঅ্যাপে।ধন্যবাদ।