রাতের গল্প
– শুক্লা রায় চৌধুরী
রাতের ঘুম ভাঙানি গান শুনেছো কখনো?
নতুন সে সুর সাধে তারা আমার জন্য অবিরত;
ভীষণ চেনা আঁধার বিন্দু জড়িয়ে গায়ের চাদরে,
আলোর মালা জোনাকি সাজায় আগলে রেখে আদরে;
স্বপ্ন ভারী চোখের পাতায় তারার অঢেল গল্প,
কার্নিশ ছোঁয়া জমাট কালোর গোপন সে প্রেম অল্প;
রজত সায়রে সিক্ত শশীর অপরূপ শোভা সাজে,
নিবিড় তমসা ঘনায় যখন কৃষ্ণ সোহাগ জাগে;
মেঘের মুখোশ আড়াল করে দিনের দারুণ প্রকাশ,
একলা রাতের মুখ লুকানোর নেই কোনো অবকাশ;
অশ্মমেধের হোমের আগুন রবির তেজে বাড়ে,
অন্ধ ছায়া ছাইলো চোখে দিগন্ত পাড়ের পরে;
চির শান্তির অসীম খোঁজে অমোঘ ঘুমে ডুব,
অবাধ শর্বর আছে বলেই নতুন ভোরের এতো সুখ।