Site icon আলাপী মন

কবিতা- একুশের সংগ্রাম

একুশের সংগ্রাম

-অমল দাস

 

 

তুমি আমাদের চম্‌কাতে পারবে না

আমরা নবীন -নবজাতকের ঢেউ,

ভাঙতে যতই আঘাত হানো বারবার

মাটির মূর্তি আমরা নইতো কেউ!

 

সাগরের মতো স্রোত এনে দেবো পথে

সাগরের মতো ধুয়ে নিয়ে যাবো সব,

কোটি আক্রোশ জমা হবে ময়দানে

শুনে নিও তুমি উত্তাল কলরব।   

 

এবার যদি পালাতে পারো পালাও

নিজেকে তুমি আর ভেবো না বড়ো,

পদধ্বনিতে কাঁপিয়ে দেবো ভূমি

তাইতো আমরা আজকে হয়েছি জড়ো।

 

আজকে তোমার শমন হয়েছে জারি

আমরা নেবো না অনুনয়-অনুরোধ।

ধর্ম নেশার আঁতুড়ে আগুন জ্বালিয়ে   

দেয়া নেয়া বুঝি এইবার হবে শোধ।

 

অতীতের ভুল শুধরে নিয়েছি আমরা

এখন একুশ- একুশের সংগ্রাম,

আমাদের তুমি আটকাতে পারবে না

আমরা এখন শহর থেকে গ্রাম।

 

পাহাড়ের মত রোধে গড়েছি আমরা

অতিক্রমের স্পর্ধা রেখো না তুমি

কত শক্তির সৈন্য জমেছে দেখাও

ধুলোয় মেশাবো ক্ষমতার পাগলামী

 

হাজার সালের চাবুক-পাথর পিঠে

পৌঁছে গেছি মাল খালাসের সীমায়

এখানেই ফের রামসেতু হবে কলির

এই পাথরে চাপা দেবো আজ তোমায়

 

ছন্নছাড়া ভেবো না তুমি আমাদের

আমরা উৎসাহী, চঞ্চল, উদ্যম!  

ডুবে যাবে তুমি আমাদের গভীরতায়

আমরা সবুজ শৃঙ্খল উত্তম।

Exit mobile version