Site icon আলাপী মন

কবিতা- বাঙ্কার

বাঙ্কার
– সঞ্জিত মণ্ডল

 

 

তোমাকে লুকাতে হয়েছে ইন্দ্র প্রতিবাদী ঝড়ে পুড়ে-
কালো মানুষেরা প্রতিবাদ করে নির্ভীক অন্তরে।
বাঙ্কারে কতো সুরক্ষিত তুমি সেটা জানা যাবে পরে,
পৃথিবীর বস নিজেই অবশ লুকিয়েছ বাঙ্কারে!

এমনি করেই প্রতিবাদ ওঠে দিকে ও দিগন্তরে-
অন্যায় করে পার পেয়ে যাবে সেটা হবে কিটা করে।
একে ওকে তাকে হুমকি দিয়েছ ভয় দেখিয়েছ যারে-
মরিয়া হয়েই প্রতিবাদে ফাটে দুঃখিত অন্তরে।

বরাবরই দেখি তোমার দেশেতে কালো মানুষেরা মরে-
বিক্ষোভটাকে উস্কে দিয়েছ তোমার অহঙ্কারে।
সুষ্ঠু বিচার হবে কিনা হবে ওরা প্রতিবাদ করে –
বুলেট ও কামানে দমে নাকো ওরা বিনা বিচারেও মরে!

লুপ্ত বিবেক সুপ্ত বিচার উদ্ধত মার মারে –
তোমার গুন্ডাবাহিনী দেশের আদিবাসীদেরই মারে।
কালো হওয়া বুঝি জন্মের পাপ কালো লোক বলো কারে?
ওরাই গড়েছে আজকের দেশ ঘাম রক্তের জোরে।

ইন্দ্র আজকে লুকিয়েছ তুমি প্রাণভয়ে বাঙ্কারে –
ক্ষুব্ধ জনতা টেনে আনবেই শেষ বিচারের তরে।
আকাশ এখনো লালে লাল দেখি বাতাস গুমরে মরে-
পৃথিবীর যত মানবিক মন বিমর্ষ অন্তরে।

বাইরে বেরিয়ে এসোনা ইন্দ্র লুকিও না বাঙ্কারে-
ন্যায় বিচারটা তুমি শুনে নাও গর্ব করার ঘোরে।
শান্তি আসুক শান্তি নামুক গোটা দুনিয়ার ‘পরে-
সাদা কালো ভেদ মুছে যায় যাক আত্মীয়তার জোরে।।

Exit mobile version