Site icon আলাপী মন

কবিতা- ভয় পাচ্ছি

ভয় পাচ্ছি

সমীর হালদার

 

 

আমি ভয় পাচ্ছি,
হ্যাঁ আমি ভয় পাচ্ছি।
বড় ভয় পাচ্ছি।
বার বার চোখের সামনে ভেসে উঠছে বিভৎস মুখটা।
কী নির্মম নিষ্ঠুর পরিতৃপ্তি সে মুখে,
বীরদর্পে গলার কাছে বসে।
শুনতে পাচ্ছি কৃষ্ণাঙ্গ যুবকটির করুণ আকুতি–
“আই কান্ট ব্রিদ, আমি নি:শ্বাস নিতে পারছিনা, আমায় ছেড়ে দিন”।
যুবকটি হতে পারতো আমার বাবা,
যুবকটি হতে পারতো আমার ভাই অথবা নিজের কেউই….
একান্ত নিজের।
অথবা আমি নিজেও হতে পারতাম।
কী ভয়ঙ্কর সে দৃশ্য!
ওদের পরিচয়: ওরা নাকি কালো,
ওরা নাকি বড় লাউড, অশিক্ষিত,
ওরা নাকি নোংরা,
ভয় লাগে ওদের দেখলে,
ওরা অপরাধপ্রবণ!

অগ্নিগর্ভ আজ তথাকথিত সভ্যতার মহাপিঠ!
জ্বলছে আগুন, ফাটছে বোমা।
চিৎকারে, স্লোগানে ওদের মুখে আজ প্রতিবাদের নতুন ভাষা–
“কৃষ্ণাঙ্গ জীবনেরও মূল্য আছে,
বন্ধ হোক এই বর্ণবৈষম্য”।
এ কোন সভ্যতা! যেখানে শ্বাসরুদ্ধ হবে ‘কালো চামড়া’!
প্রতিদিন… প্রতিনিয়ত,
পথের প্রান্তে…. নির্জন গলিতে!
কখনও পণের দাবিতে,
কখনও অশ্লীল কটুক্তিতে,
আবার কখনওবা ফর্সা হওয়ার মিথ্যে বিজ্ঞাপনে!

অসংখ্য ম্লান মূক মুখের মিছিলে হারিয়ে গেছে ওদের জীবন।
ওদের জীবন-মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে উদাসীনতার সূক্ষ্ম সূতো।
সুতীব্র শোক আজ গ্ৰাস করেছে কোটি কোটি বিবেককে।
তাই ওরা আজ রাজপথে।
তাই আজ এই স্বতস্ফুর্ত জনরোষের প্রতিচ্ছবি।
যেমন দেখেছি কিং মার্টিন লুথার হত্যার প্রতিবাদে,
যেমন দেখেছি ইরাক যুদ্ধ বন্ধের দাবিতে,
আবার যেমন দেখেছি–
৯/১১’ সন্ত্রাসবাদী হামলায় নির্দোষ অভিবাসীদের অত্যাচার-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে।

আজ অহিংস জনসমুদ্রের জোয়ার এসেছে।
এই স্বতস্ফুর্ত জনসমুদ্র-ই একদিন উপড়ে ফেলবে অত্যাচারী, মিথ্যাচারী, বর্বর শাসককেও।
এ শুধু-ই আবেগের কথা নয়।
এ শিক্ষা মানব সভ্যতার!
এ শিক্ষা ইতিহাসেরই!
হ্যা আমি ভয় পাচ্ছি!
খুব খুব ভয় পাচ্ছি!

Exit mobile version