Site icon আলাপী মন

কবিতা- ভাষাহীন

“ভাষাহীন”
-উজ্জ্বল সামন্ত

 

 

কথা সব হয়নি তো বলা
কিছু কথা রয়ে গেছে বাকি
অক্ষরশিল্পী হারিয়েছে শব্দ
ভাষাহীন শব্দ গুলো মনে আঁকি

তোমাকে জীবনের গল্পে সাজিয়ে
না বলা কথাগুলো সযত্নে রেখেছি
অনুভূতি আবেগ অলিখিত সম্পর্কে
ভাষাহীন শব্দের জালে মুখ ঢেকেছি

অনুভূতিগুলো কি সত্যিই কৃত্রিমতায় হারিয়েছে?
বোবা কান্নায় ভারী হয়ে উঠেছে চোখের জল?
মুহূর্ত থমকে যায় নিশুতি রাতের স্মৃতি রোমন্থনে
আয়নায় প্রতিচ্ছবি অচেনা অন্য অবয়বে

আমি অক্ষরহীন তুমি ভাষাহীন কেন?
সম্পর্কের বাঁধনে বৃষ্টির বারিধারা নামে
দুজন দুজনের কাছে অপরিচিতের মত
ভাবলেশহীন অনুভূতিগুলো কখন ইতি টানে?

Exit mobile version