কবিতা- তুমি আছো বলেই

তুমি আছো বলেই
– মানিক দাক্ষিত

 

 

তুমি আছো বলেই পৃথিবীকে বড়
সুন্দর মনে হয়।
তুমি না থাকলে পৃথিবীটা আজ
হয়ে যেত মরুময়।
তুমি আছো বলেই জীবন-কবিতা
পদে পদে পায় ছন্দ।
তুমি না থাকলে কবিতা থাকতো
মনের কপাটে বন্ধ।
তুমি আছো বলেই জোছনার চাঁদ
দেখে যায় চোখ দুটি।
তুমি না থাকলে চাঁদ হয়ে যেতো
পোড়া ঝলসানো রুটি।
তুমি আছো বলেই রাগে অভিমানে
ভালবাসা বাড়ে এত।
তুমি না থাকলে মনে দেখা দিতো
শোক-দু:খের ক্ষত।

Loading

One thought on “কবিতা- তুমি আছো বলেই

  1. আন্তরিক ধন্যবাদ প্রিয় সাহিত্য পরিবারকে।

Leave A Comment