Site icon আলাপী মন

কবিতা- বিষাক্ত ভালোবাসা

বিষাক্ত ভালোবাসা
– জিৎ শাহ্

 

 

বিষ ছিল হয়তো আমার ভালোবাসায়!
বিষ ছিল আমার কথায়, বারতায়।
বিষ আর অবিশ্বাস,
হয়ত দুই-ই ছিল আমায় ভরসায়….
হয়ত বিষ ছিল আমার অমলিন দুই ওষ্ঠের উষ্ণ আদরে!
তবে বিশ্বাস কর—
বিষবৃক্ষ আমি কখনই আমি রোপন করি নাই আমার হিয়ার মাঝে।
ভেবেছি শুধু তোর কথা সকাল সাঁঝে।
শ্রীরাধা পূর্বরাগে যেমনে শ্যামেরে খোঁজে কালো মেঘে !
ঠিক তেমন করে খুঁজেছি তোকে দিনে রাতে…
সাঁঝের আকাশে একলা বসে ছাদে।
জানিস খুব মিস করি আজও তোকে…
বুক ফেটে যায় কষ্টে,
কাঠ ফাটে যেমনে তপ্ত ভাদরে।
হয়ত বিষ ছিল আমার উত্তপ্ত দুই ওষ্ঠের আদরে,
তবু বিশ্বাস ঘাতকতা ছিল না কখনই আমার রক্তে।
তোর প্রতি রিক্ততা হয়তো ছিল;
আজ বুঝি সেটাই আমার কাল হয়েছে ভালোবাসা তিক্ততায়..
অবুঝের মত তোর কল্পনায় কাল্পনিকতা হয়তো আমার একটু বেশীই ছিল- তোকে নিয়ে কত পথ হেঁটেছি ভাবনায়,
কত পাতা ঝরা বসন্তকে সাক্ষী রেখে, নির্জন ফুটপাথে এক আনমনা ব্যস্ততায়।
তোকে আবিষ্কারের নেশায় অচেনা কত পথ হেঁটেছি ছেঁড়া ডায়েরীর পাতায় পাতায়….
অগোছালো কত ছন্দে,
কত কবিতায়।
আজও পথ হাঁটি সেই পূর্ণিমার চাঁদ,
আর ঝিঁঝিঁ পোকার ডাক শুনে শুনে,
সেই নির্জন রাতের মায়াবী ফূটপাথ ধরে আনমনে….
আমি জানি,
আমার ভালোবাসায় বিষ,
বিষ আমার কথায়; বারতায়।
আমার দুই-ঠোঁটের উষ্ণ আদরে বিষ।
তবুও তোকে ভালোবাসার স্বত্বাধিকার চুপিসারে বলতে পারিস শুধু আমায় কেন দিস?
কেনই বা আজও খোঁজে তোর অবচেতন মন আমায় অহর্নিশ!
– অনেক ভালোবাসিরে তোকে,
নাই বা বললাম সেই ভালোবাসার কথা মুখে…
ভালো থাকিস।
এক নিঃস্বর্গ ভালোবাসা তোকে দিলাম।বিষটা না হয় আমার ছিল, থাক না আমারই কন্ঠে।
শুধু তুই ভালো থাকিস ভালোবাসার বৈকুন্ঠে…

Exit mobile version