Site icon আলাপী মন

কবিতা- স্বপ্নে সুখের খোঁজ

স্বপ্নে সুখের খোঁজ
– অমিতাভ সরকার

 

 

অনেকদিন তোমার দেখা নাই।
তোমার আলস্য, তোমার আড়মোড়া ভাঙ্গা সকাল দেখিনি অনেক দিন।
ঊষা ওঠেনা এখানে, করমোরা রোদে ঘুম ভাঙ্গে।
কলিংবেল ডাকে, চা নিয়ে এসে। কেন চুল ছড়িয়ে নাইটি পড়ে, গরম চায়ের কাপ নিয়ে আসতে পারো না আমার সামনে? আমার ঘুম ভাঙাতে!
আমার ভীষন ইচ্ছে করে তোমার হাসি মুখটা সকালবেলায় দেখতে। তুমিতো জানো তোমার রঙিন ফুলতলা নাইটিটা আমার ভীষণ পছন্দের। তোমায় দারুণ মানায়।কি যে হয় তোমার মাঝে মাঝে অবাক করে চুপ হয়ে যাও। দেখা দিতে চাও না।
এখন মন খারাপের সময় আমি ডালিম গাছের তলায় কেদারা পেতে বসি। রঙিন পাখিটা আসে দেখা দিতে। ডাক দেয়, বলে মন খারাপ কেন তোর?
আমি হাসি, তুমি খিলখিল করে হেসে ওঠো ঐ পাকা ডালিমের মতো রঙিন হয়ে। তোমার কি মনে পড়ে না ওই ডালিম তলায় তোমার সাথে আমার প্রথম দেখার কথা?
তুমি বেশ আছো, তুমি বেশ থাকো, যত যন্ত্রণা ভিড় করে আসুক আমার অন্তরে। কুরে কুরে খাক আমাকে। নিঃশেষ করে দেক আমাকে। তবুও আমি ভেবে যাব তোমাকে, ভেবে যাব আমার ভালোবাসাকে। আমার প্রথম ভালোবাসার স্বাভিমান নিয়ে।
তুমি কি জানতে চাইছো আমি কেমন আছি!
স্বাচ্ছন্দ আছে, সুখ কই?

Exit mobile version