কবিতা- আমি বাড়ি যাবো

আমি বাড়ি যাবো
– সুজিত চট্টোপাধ্যায়

 

 

অনেকক্ষণ ধরে রাস্তাটা খুঁজছি
এদিক ওদিক সেদিক।
কেউ কি বলতে পারো, রাস্তাটা?

আমি বাড়ি যাবো, বাড়ি, সেই বাড়ি।
চড়াই উতরাই, এবড়োখেবড়ো, রাস্তাটা
এখানেই তো ছিল, এখানেই
অনাদিকাল ধরেই পড়ে ছিল অনাদরে এখানেই।

সব্বাইকে পৌঁছে দিয়েছে গন্তব্যে বিনা মন্তব্যে,
এখন, সময় পেরিয়ে অন্য বেহিসেবী সময়ে
টলমল পায়ে পায়ে, আমি বাড়ি যাবো, সেই বাড়ি।

অনেকক্ষণ ধরে রাস্তাটা খুঁজছি ;
এদিক ওদিক সেদিক
বড্ড অন্ধকার , তারার আলোয় আঁধার ঘোচে না
একটা বাতি চাই, বাতি, জ্বলন্ত আলোময় বাতি,
পারো, একটা আলোময় বাতি দিতে, পারো?
কেউ কি বলতে পারো, সেই রাস্তাটা?

আমি বাড়ি যাবো বাড়ি, বিনিময়ে সব দিতে পারি।
অনেকক্ষণ ধরে কেবলই খুঁজতে খুঁজতে
কি জানি, হয়তো নিজেকেই হারিয়ে ফেলেছি
নিষ্প্রদীপ নির্বান্ধব নির্বাক রাস্তায়!

কেউ কি আছো, কেউ কি পারো,
আমাকে খুঁজে দিতে, হারানো রাস্তায়?
কেউ কি বলতে পারো, সেই রাস্তাটা?
এখানেই তো ছিল, এখানে, অনন্ত সময়েই,
ক্লান্ত আমি, বাড়ি যাব, বাড়ি, সেই বাড়ি
প্রাণের পরিজন ঘেরা প্রশান্তির আশ্রয়, বাড়ি।

Loading

Leave A Comment