নির্জনে
-অমল দাস
তুমি ভেবেছো আমি ভাবিনি এমনটা তো নয়,
তুমি জেগেছো আমি জাগিনি তেমনটাও নয়!
তবুও যেন কেমন তোমার অভিযোগের স্বর,
একই ঘরে, তাও আমাদের পৃথক পৃথক ঘর।
তুমি ভাঙবে আমি ভাঙব না তেমন ঝড়ও হয়?
তুমিই বলেছ! আমি বলিনি এমন কথাও নয়।
তবুও তোমার চোখের কোণে অভিমানের জল
দুইটি মনের একটি নদী, একটি মরুর তল!
তুমি করেছো আমি করিনি তেমন প্রেম তো নয়!
তুমি আমার আমি তোমার- এমনটাই তো হয়।
তবুও যেন তোমার কেমন বিষাদ বিরূপ মন
একটি ঘরের দুটি জানলা -আঁধার সারাক্ষণ।
তুমি এসেছ আমি আসিনি, সেই কি দেখা হয়?
তুমি চেয়েছ, চাইনি আমি এমন চাওয়াও নয়!
তবুও তোমার অঙ্গ জুড়ে অনিশ্চয়ের ঢেউ,
একটি দ্বারে দুটি পথ, এক পথে নেই কেউ।
তুমি ব্যথায়, আমি আনন্দে- এ দেহ তে নয়!
তোমার রক্ত আমার রক্ত একই শিরায় বয়।
তবুও তোমায় প্রশ্নে ঘেরে নিদ্রা খুনীর রাত।
বলো! আমরা কবে নির্জনে রাখব হাতে হাত?
Excellent
ধন্যবাদ, ভালো থাকবেন।
দারুন…. খুব ভাল….
ধন্যবাদ দিদি, ভালো থাকবেন।
দারুন ভাবনা। খুব সুন্দর
ধন্যবাদ
দুর্ধর্ষ
অসাধারণ দাদা অসাধারণ
ধন্যবাদ , ভালো থাকবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।
বাহ্ ভীষণ ভালো লাগলো |
ধন্যবাদ আপনাকে।
সম্পূর্ণ কবিতা ভালো লাগলো। কিন্তু শেষ দুটি লাইন ও ‘নিদ্রা খুনীর রাত’ অন্য মাত্রা দিলো। চলতে থাকুক কলম🙏
আপনার ভালো লাগাই ভালোবাসা, চেষ্টা থাকবে আগামীতে আরও লেখার।