ঈশ্বর বাদ
– সঞ্জয় বন্দ্যোপাধ্যায়
লিখেছ বিধান তুমি পূর্ব নির্ধারিত
মাপা আছে মানুষের যত হিতাহিত ।
তবে কেন আশা কর পূজা উপাচার,
বদল হবে কি যাহা লিখিয়াছ আর?
জানি তুমি বলবে কি নিজেরে বাঁচাতে,
অদৃষ্ট গড়িলে নিজে কে পারে হারাতে?
তবেই বা কেন তুমি পূজা অভিলাষী,
সব করি নিজে কেন ভাগ চাও আসি?
আমারে তো দাও বাদ পূজি না তোমায়
জানো আছে কত শত পরে তোমা পায়?
জানেনা যে আর কিছু তুমি বিনা তারা
তবু জ্বলে দুখ তাপে তবু সুখ হারা।
তুমি কি কৃপণ না কি হয়ে গেছ জড়,
তোমারে কি কারণে তবে পূজি ঈশ্বর ?