Site icon আলাপী মন

কবিতা- ঘুম না আসা রাতে –

ঘুম না আসা রাতে
– ঋতুপর্ণা পতি কর

 

 

সাদা কালো কিছু শব্দ সিলিং জুড়ে ভাসে,
অপেক্ষায় ক্লান্ত চোখের পাতা, না জানি কখন ঘুম আসে!
রাতের নিস্তব্ধতায় এলোমেলো সব ভাবনারা দানা বাঁধে,
ভয় হয়, ভালো মন্দের আপেক্ষিকতা, ভাবনায় না বাধ সাধে!
মনের সাদা ক্যানভাসেতে করি আঁকিবুঁকি যত,
নানান রঙে ভরিয়ে তুলি ইচ্ছে খুশি মতো।
শব্দগুলো গান হয়ে যায় হাওয়ার সাথে মিশে,
ইচ্ছেগুলো মেলে ডানা যায় হারিয়ে রূপকথার দেশে।
পেতে চায় প্রাণ ভালোবাসা, যন্ত্রময় জীবনের অবকাশে,
দেখা দিক রামধনু ‌‌বাস্তবের কঠোর কালো আকাশে।
মাঝে মাঝে বেশ লাগে আকাশ কুসুম কল্পনায় ডুব দিতে,
তুমি না হয় হয়ো মোর কাণ্ডারি এই ঘুম না আসা রাতে।
এক সাথে দেবো পাড়ি সুদূর কোনো নাম না জানা দ্বীপে,
আর না হয় হবো অমর‌, ভালোবাসার সলিল সমাধিতে।

Exit mobile version