তোমার মধ্যে থাকবো মিশে
– উজ্জ্বল দাস
এবার যুদ্ধে জিতে গেলে
তোমার সঙ্গে ঝগড়া করবো।
এবার যুদ্ধে জিতে গেলে
তোমার মনের পাহারা দেবো।
যাত্রাপথের মালিক হবো।
কেউ যদি বা ঢুকতে চেয়ে
মনের পাঁচিল বেয়ে ওঠে-
তার সঙ্গে কুস্তি লড়ে।
একাই তাকে হারিয়ে দেবো।
এবার যুদ্ধে জিতে গেলে
নীল আকাশের সূর্য হবো
সূর্য হয়ে তোমার শরীর
আলোয় আলোয় ছুঁয়ে দেবো।
অন্ধকারকে ঢেকে রেখে
একা একা দেখবো তাকে
বিকেল হওয়া আটকে দেবো
আটকে দেবো সন্ধ্যেটাকে।
এবার যুদ্ধে জিতে গেলে
তোমার চোখের কাজল হবো।
কাজল হয়ে লেপ্টে গিয়ে
পলক বেয়ে পড়বো ঝরে।
তোমার রন্ধ্রে বাঁধবো বাসা
মনের মত কপাল ছোঁবো।
কপাল ছুঁয়ে উষ্ণতাটা
এক নিমেষে বাড়িয়ে দেবো।
এবার যুদ্ধে জিতে গেলে
হবো তোমার ফুচকা ওয়ালা।
ফুচকাগুলো তোমায় দিয়ে
তোমার জিভের সঙ্গ নেবো।
তোমার থেকে পয়সা নিয়ে
তেঁতুল জলে থাকবো মিশে,
মানতে যদি না চাও তুমি
কলঙ্ক বা থাকবো বিষে।
এবার যুদ্ধে জিতে গেলে
তোমার গায়ের গন্ধ হবো।
গন্ধ হয়ে অগ্নি কোনে
নৈঋতের সু-গন্ধ নেবো।
সবার যখন ঘ্রাণ শক্তি
তোমার পানে আসবে ধেয়ে
সবার ঘ্রানের বাঁধা হয়ে
হাওয়ার ধুলোয় মিশে যাবো।
এবার যুদ্ধে জিতে গেলে…
“থাক না, এবার আমি বলি”,
তোমার সঙ্গে যুদ্ধে যাবো
যুদ্ধে গিয়ে আসবো জিতে।
নীলাভ ওই জামার সাথে
হবো তোমার গ্যালিস ফিতে।
থাকবে তুমি থাকবো আমি
ছেঁড়া জামার বোতাম হয়ে।
তোমায় আমি, আমায় তুমি
অভ্যাসেতে থাকবো দুজন,
মনের খবর পড়ে নিয়ে
তোমার মধ্যে থাকবো মিশে।।
তোমার সঙ্গে যুদ্ধে যাবো
যুদ্ধে গিয়ে আসবো জিতে।