Site icon আলাপী মন

কবিতা- “অচেনা”

“অচেনা”
-সুমিতা পয়ড়্যা

 

 

এ তুমি কেমন তুমি! অবুঝ মনের
পাষাণ হৃদয়ে নীরবতা সঙ্গোপনে।
যে উত্তাল সাগরে তোমার বাঁধা ঘর,
সেথায় নীল আকাশ চরম ব্যথায়;
ইচ্ছেগুলো নিজের মতো করে সাজান;
সেখানে স্পর্শ করবে কার এতো সাধ্য!
ভালোবাসা ইতিহাসের পাতায় গাঁথা।
বিভোর হওয়া তুমিটা বড়ই অচেনা!
অভিশপ্ত ভালোবাসা আবেগী বালুকা
সব মরীচিকা দর্শনে ভ্রম মিথ্যায়।
বদলানো তুমি নতুনত্বের সৌন্দর্য
সত্য সুন্দরে তুমি এক জড়ভরত

যে তুমিকে ভালোবাসা খোঁজে হৃদমাঝে;
এ তুমি কেমন তুমি অন্তরে বাহিরে।

Exit mobile version