কবিতা- আশ্রয়

আশ্রয়
-জয়ন্ত সাহা

 

বিশ্বের প্রায় পাঁচ কোটি মানুষের নিজস্ব কোনও দেশ নেই :রাষ্ট্রসংঘ
ওরা আসছে….
স্বপ্নভঙ্গ ধ্বংসস্তূপ যেন
গোলাবারুদ যুদ্ধযানে ভেসে গেছে শৈশব, যৌবন
শরীরে অন্ধকার শোক
আর কতটা পথ পেরোলে রক্তহীন সাদা পাথরটা সরে যাবে!
জংলি বুলেটের ধাক্কা সামলাতে সামলাতে
ওরা আসছে বুকে খড়কুটো জ্বালিয়ে
সিরিয়া, সুদান, ইরাক, নেপাল, মায়ানমার থেকে আকাশ বিদ্রুপ করে, বাতাসে বদ গন্ধ
লুকোনো চাঁদের আলোয় পিছলে যায় সময় একটু জায়গা দাও
মহাবিশ্ব ছায়া ফেলে ওদের ওপর
সীমানার অলীক দম্ভ পেরিয়ে
ওরা আসছে ঘুমন্ত আগ্নেয়গিরি যেন
ভাংচুরের অপেক্ষায়
হাতে ঠিকানাবিহীন শোক বার্তা নিয়ে।

Loading

Leave A Comment