বিদায়-কাল
– উজ্জ্বল কুমার মল্লিক
হে বন্ধু! হে সখা! পার্থিব সবই ফেলে
ভালোবাসার নির্যাসটুকু দিয়ো ঢেলে
বিদায় নেব, সে আবেশ সম্বল করি
স্মৃতি-ভরা অন্তরে আপ্লুতিত হরষে।
হৃদয়ে ওঠে যে ডাক, গুরুমন্দ্র রবে
আয় চলে আয়,মায়ার বাঁধন কেটে,
সঞ্চারিত ধ্বনি দেহ-চক্রে, তত্ত্বমসি,
মানস-লোচনে বোধিত সকল-ই যে।
আয়োজিত রয় নাও জীবন-নদীতে,
উঠে বসার কাল, সঞ্চয়-থলি হাতে
পরদেশে, পরবাসে যেতে হবে বাহি
অজানা, অচিন পথে কোন যোনি-স্রোতে!
–
প্রকাশিত করার জন্য ধন্যবাদ জানাই।