কবিতা

কবিতা- আর নয়

আর নয়
– সীমা চক্রবর্তী

 

 

হতাশার কাব্য তো অনেক হলো,
অনেক শুনলাম বিমর্ষতার গান
ডাইরির পাতায়… কলমের আঁচড়ে ….
আর নয়….

মৃত্যু ভয়ে ভীত নই আমি,
তবু কপালের গভীর ভাঁজে জমাট অন্ধকার,
প্রতিটি লোমকূপে দুশ্চিন্তার অগ্নি পাত।

হৃদয়ে ধরতে চাই প্রত্যয়,
শেষের কবিতা এখনই নয়…
আরও কিছু যুগ হয়তো হেঁটে যেতে হবে,
নগ্ন পা’য়ে… আরও কিছু মরুপথ হবো পার।

নতুন চেতনার কলবর হোক আবার শুরু
যেভাবে হয়ে ছিল সেদিন।
যত আছে আক্ষরিক নীরব চিৎকার
অন্ধকূপে দেবো বিসর্জন।

মৃত্যুর মহড়া আর নয়…
আরও একবার ভাসতে চাই বিদেহী সুরের বাতাসে,
আতঙ্কের আবহে আত্মাহুতির চিতা জ্বালবো না আর।
একবার ছুঁয়ে দাও আমায়, হে অন্তর্যামী…
খুলে ফেলো কফিনের পেরেকগুলো
আরও একবার তোমার বরাভয় রূপ দেখতে চাই।

Loading

Leave A Comment

You cannot copy content of this page