Site icon আলাপী মন

কবিতা- বন্ধু

বন্ধু
– মিনাক্ষী পতি

 

 

গ্রীষ্মের খরতাপে যখন জীবন অতিষ্ঠ হয়,
তখন বন্ধুর ভালোবাসার ছায়ায় যন্ত্রণা হারিয়ে যায়।
পয়লা বৈশাখের নতুন দিনের মতো অনেক নতুনত্ব দিয়ে,
শুভ নবর্ষের শুভেচ্ছা জানায়, মুখে কত হাসি নিয়ে।
যখন দুঃখের বাদল নিয়ে বর্ষা এসে যায়,
তখন বন্ধুর মিষ্টি কথায়, দিনগুলো সবুজীমায় ভরে যায়।
শরতের আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে আসে,
কানে কানে কত আশার বাণী শুনিয়ে, বন্ধু আমার হাসে।
শীতের শীতলতায় বন্ধুত্ব কখনও ঘুমিয়ে যায় না,
একসাথে বেরানো, পিকনিক মনে আনে নতুন প্রেরণা।
বসন্তের কোকিল হয়ে, বন্ধুর মিষ্টি সুর, হৃদয়ে ডাকে,
সবকিছু ভুলে মনের দরজা খুলে বন্ধুর কাছে ছুটতে থাকে।
সকালের সুপ্রভাত, রাত্রে শুভরাত্রি, পাশে থাকার আশ্বাস দিয়ে,
এমন করে দিন কেটে যাক, বন্ধুদের সহচর্য নিয়ে।

Exit mobile version