Site icon আলাপী মন

কবিতা- কলঙ্ক

কলঙ্ক
– মঙ্গল মন্ডল

 

 

তুমি শত কলঙ্ক মাথায় নিয়ে
বেঁচে থাকতে শিখেছো,
আমি তোমাকে আগলে রাখার
অহংকারে বাঁচতে পারি;
তুমি মাটির পুতুল হয়ে অসহ্য
যন্ত্রণার আঘাত সইতে শিখেছো,
আমি তোমার যন্ত্রণার প্রতিষেধক
হয়ে সারাটা জনম হাত ধরতে পারি;
তুমি কলঙ্ক হয়েছো সমাজের ছলনায়
দোষী ভাবাও দোষের
শুদ্ধ পৃথিবীতে সব প্রবিত্র,
ভালো মন্দ কেবল –
মানুষের লালসা আর মোহের ফলে;
আমিও পারি ধরতে হাত চোখের জল মুছিয়ে,
তোমরাও ঘৃণা ভুলে বাঁচতে শেখাও
নোংরা হয়েছে ওরা আমাদেরই বোঝার ভুলে।

Exit mobile version