তান্ডব ঝড়
-রাণা চ্যাটার্জী
এলোমেলো ঝড় এলো ভেঙে গেল ঘর
বাপরে কি দস্যিরে ঝড়!
উপড়ালো গাছ খুঁটি, প্রকৃতিরও ভ্রূকুটি,
জেগে সারারাত ভয়ে চিন্তাতে কাৎ,
কি করে কি হবে জলে ভেসে যাবে!
আর কত কাল প্রকৃতিকে ভোগ করে
দেবো অজুহাত, মুখে ফুলঝুরি বাত!
ভাসে কত লাশ, বলি হায় এ কি সর্বনাশ।
নেই জল আলো আঁধার ডোবালো,
প্রায় চারদিন, সব আশা ছিল ক্ষীণ,
অবশেষে স্বাভাবিক জল,আলো উজ্জ্বল।
ফণী, বুলবুল, আমফান ক্ষত, দাগ অবিরত।
মনে বড়ো ভয়, এমনও কি হয়!
আমাদেরই দোষ, তাই প্রকৃতির রোষ।
করি ভোগ আর ক্ষতি, নাম দেই প্রগতি,
দুর্গতি আনলো যা ভীতি, যেন শেষ পরিণতি।
সব জানি বুঝি তবু শুধু সুখ খুঁজি
করি হায় হায়, শুনি কান্না অসহায়।
মরি আজ খুব ত্রাসে অদৃষ্ট যে হাসে
তবু আধুনিক দম্ভে মানুষ যেন না ফাঁসে।