Site icon আলাপী মন

অণু কবিতা- আশার আলো

আশার আলো
– শচীদুলাল পাল

 

 

গহন রাতি আসুক নেমে হোক না অন্ধকার,
বিধির আশিস মাথায় নিয়ে খুলবো বন্ধ দ্বার।
দীপশলাকায় প্রজ্বলিত করবো দীপশিখার,
এক ঝলক আলোয় কেটে যাবে অন্ধকার।
আলোর আলোকে খুঁজে পাবো রত্নভান্ডার
লাশের পাহাড় শেষে দেখব কত প্রাণময় সংসার।
রাত শেষে হবে ভোর, চলতে থাকব অতীত ভুলে
পরের প্রজন্মের শিশুদের নেব কোলে তুলে।

Exit mobile version