একথোকা রঙ্গন
– তড়িৎ সেন
রঙ্গন গাছটা ফুলে ভরে আছে
তার থেকে এক থোকা তোমার খোঁপায়
লালচে গোলাপী তার রঙ
ঠিক তোমার গায়ের মতন
কালো চুলে বিশাল খোঁপা
চূর্ণ কুন্তল কপোলে কপালে
নাকটা একটু চাপা নাহলে সুন্দর
শাড়িটা বাহারি করে পরা
তোমার চলন বড় ছন্দময়
চোখ দু’টো হরিণ নয়না
মুনি ঋষিও চপল হয়
তোমার চকিত প্রেক্ষণে,
আমি কোন ছাড়,
তবুওতো তুমি আমার সঙ্গিনী
তোমার আধো কথা মিষ্টি ভীষণ
আমি তোমাতেই ডুবে যেতে চাই
এ রঙের রঙ্গন শুধু তোমায় মানায়
আমি অপলকে চেয়ে থাকি
এসো এ বাগানে হাঁটি কিছুক্ষণ
মনের আবেগ অনুভূতি সঙ্গে করে নিয়ে।