Site icon আলাপী মন

কবিতা- অন্ধকার

অন্ধকার
-সুমিতা পয়ড়্যা

 

 

উন্মত্ত পৃথিবীতে চারিদিকে অন্ধকার
যেদিকে সকলে ধায় সেখানেও অন্ধকার,
দশদিক অন্ধকার শুধুই অন্ধকার।
যে ফুল ফুটবে মনে করেছিল
সেও ঘুমিয়ে ঘুমিয়ে শুকিয়ে গেছে;
অকালেই ঝরে পড়বে বলেই এ অন্ধকার!
মানুষের অসম্ভব স্বপ্নের ভিড়ে সব দিশেহারা
চাওয়া-পাওয়ার সব স্তরেই শুধুই হা-হুতাশ।
আলোও অপেক্ষা করতে করতে গতি শ্লথ করে ফেলেছে,
যেখানে আলোর গতি একলক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে;
সেখানেও অন্ধকার; এ যেন কোন অমানিশা নয়,
যেদিকে তাকাই সেদিকেই ঘুটঘুটে অন্ধকার;
এটা কি কোন গ্রহণ নাকি রাহুর দশা!
অঘোষিত অবিরত অন্ধকারের ইতিহাসের পাতা
যেখানে লেখা আছে জীবন সংকীর্ণ; নিহিত কালের এক নিদারুণ আতঙ্ক;
যখন জেগে ওঠার থেকে ঘুমিয়ে থাকাই ভালো,
যখন বাঁচার চেয়ে মরণ সেখানে শ্রেয়।
আলাপণের গভীরতায় অন্ধকারের আতঙ্ক।
এ কোন সময়ে আমরা চলেছি ব্যথায়, যন্ত্রনায়!
যখন নীরবতায় চারিদিক অন্ধকার আর অন্ধকার শুধুই অন্ধকার।

Exit mobile version