পতনের শব্দ অক্ষর জুড়ে
– পারমিতা ভট্টাচার্য
নিপুণতম আয়োজন সারা হলে
খণ্ডে খণ্ডে বিভক্ত হয় পতনের ধ্বনি
শরীর থেকে ছিঁড়ে খুঁড়ে অচলায়তন শোক
এখন সরিয়ে রাখার পালা।
প্রপাতের ওড়া জলকণায় হাত রাখি
কি সুচারু তার মায়াবী প্রলেপ
পাইনের গায়ে জড়ানো চন্দ্রলোকের প্রাচীনমত্ততা……
খণ্ড খণ্ড ব্যর্থতা ঘিরে তবু
বেড়ে ওঠে মাঠময় চারা ধানগাছ
শিকড়ে তখন বাঁচার অদম্য উচ্ছ্বাস।
বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়া গ্লাসে
রঙিন আহ্বান নিঃশেষিত হলে
বাতিস্তম্ভের নিভু নিভু আলোয় ধোয়া জনপথ
তার টলমলে পায়ে ঝাঁপি খুলে বসে।
এখন সঙ্গোপনে থাকা অক্ষর বিলাস
সংসার পাতে ত্রিপলের নীচে
ক্লান্তি প্রথা ভেঙ্গে কোথায় যেনো
তারাদের ছন্দপতন ভঙ্গিমা….
ঈশ্বরের বাগানে বাকল খুলে রাখে বৃক্ষেরা
উড়োচিঠি জুড়ে…..