Site icon আলাপী মন

কবিতা- কে কার?

কে কার?
– জিৎ শাহ 

 

 

কে আমি! আমিই বা কার…
যে যার, সে তারই।
– ইহ জনমে হোক, বা পর জনমে।
একটি ছোট্ট আলাপন,
যদি আলাদা করে নিতে পারে এ শরীর হতে মন!
তবে তা শরীর হতে আত্মাকে কেড়ে নেওয়ার সামিল।
নাই বা থাকুক মিল মনের সাথে মনে,
তাই বলে এ দেহত্যাগ প্রাণে!
..কেমন আছো মন ?
মনের জানালায় উঁকি দিয়ে অতি সন্তর্পণে জিজ্ঞেস করলাম।
মন বলল – তুমি যা করছো, তা নেহাতই পাগলপন!
কেন মন?
তুমি আমার এ দেহে বেঁধেছো যে ঘর,
তবে কি তা নয় অবিনশ্বর !
মন বলল- তোমার সব হয়েছে আপন, এখন আমিই হয়েছি শুধু পর…
জানি না মন;
কি হয়েছে তোমার, কিই বা তোমার অ-সুখ,
মুখ ফুটে যদি বলতে আকুলতায় ফেটে যায় যে বুক।
ভেবেছিলাম, আবার শুরু থেকে করে শুরু করবো-
বেঁচে থাকার লড়াই!
মানিয়ে নিয়ে বেঁচে থাকার সংজ্ঞাটাকে উদ্দীপ্ত কন্ঠে করেছিলাম যার বড়াই।
জানি না কি ছিল ভুল…

Exit mobile version