কবিতা- শান্তির সুখ আর…

শান্তির সুখ আর…
– মানিক দাক্ষিত

 

 

নিঃস্তব্ধ নিঝুম রাতের অন্ধকারে
আকাশের দিকে চেয়ে দেখো–
আমাদের মানবিক সত্ত্বাগুলো তারাকারে
মিট মিট কিংবা জ্বল জ্বল করে জ্বলছে!

আমাদের যতটুকু ভালবাসার সমতা
যতটুকু শান্তির পাশাপাশি সততা
ততটুকু আমাদের প্রকাশের ক্ষমতা।

সূর্যকে দেখলে এখনও কাঁপি।
সূর্যের আলোর ছোঁয়াতে এখনও ভাবি
শঙ্করাচার্য বুদ্ধ হজরত এবং চৈতন্যের কথা।
কিন্তু গভীর শোকে কাঁদি অমাবস্যায়
যখন রক্তের নোনা স্বাদ নেকড়ে চাখে।

চোখের আগুনে ফুলের পাপড়ি ঝরলে
স্পষ্ট দেখতে পাই—
বিষাক্ত গ্যাসের ধোঁয়া রক্ত জমায়।
বেশ জানি, সূর্যের ভাগীদার আমরা সবাই।
তবুও মলিন প্রকাশ অন্ধকার আকাশে
বাদলের শুকনো শ্রাবণে।

বছরের নতুন মাসে এসো—
আমরা ব্যাখ্যা করি আমাদের মানবিক সত্ত্বার।
সত্যের সংসারে নিশ্চিত ভরসা
শান্তির সুখ আর হৃদয় নিরাপত্তার।

Loading

Leave A Comment