আয়রে আয় বৃষ্টি
– কবি সোম
আয়রে আয় ঝমঝমিয়ে
এক পশলা বৃষ্টি।
ঝাপটা দিয়ে বিশ্ব বুকে
কর না শীতল সৃষ্টি।
ফাগুন মাসে আগুন দহে
গ্রীষ্ম দুপুর রোদে।
ঝলসে যাওয়া পোড়ামাটির
জীব জগৎ যে কাঁদে।
আকাশ পানে চেয়ে চেয়ে
হারিয়েছে মন দৃষ্টি।
আয়রে আয় ঝমঝমিয়ে
এক পশলা বৃষ্টি।
পুকুর নদী খালে বিলে
শুকিয়ে গেছে জল।
ওরে বাদল আয়না চলে
করিসনে আর ছল।