কবিতা- শেষ প্রান্ত

শেষ প্রান্ত
– মঙ্গল মন্ডল

 

 

আমি ক্লান্ত জীবনের মাঝে, আমি ক্লান্ত
জীবনের খোঁজে, আমি ক্লান্ত নয়নের সাজে,
আমি ক্লান্ত আমার মনের ভাঁজে;
আমি সারাদিন তোমার পথ চেয়েও ক্লান্ত
আমি আমার পথে দাঁড়িয়ে থেকেও ক্লান্ত,
অলস হয়েও হয়েছি ক্লান্ত, কর্মী হয়েও হয়েছি পরকণ্ঠের ক্লান্ত;
আমি বিশ্রাম চাই, এক মুঠো বিশ্রাম, কিংবা
এক চামচ বিশ্রাম? আমি ক্লান্ত, তোমাদের কাহিনী শুনে শুনে;
রাজনীতি ধর্ম মানবিকতা এগুলো পুঁথিগত
আর চা দোকানে পাড়ার ঠেকেই
অবিরাম বড় বড় বুদ্ধিজীবী আনত, 
আমি শুনে আর দেখে যেন ক্লান্ত;

ও দিনদয়াল একটু বিশ্রাম দাও,
একটু আগুনের বিশ্রাম,
জ্বলে শুদ্ধ হবো আমি ক্লান্ত;
পৃথিবী হারালো কারোর নেই ভ্রুক্ষেপ,
আমি খুঁজি, ওখানেই আমার বিশ্রাম ওখানেই আমার শেষ প্রান্ত।

Loading

Leave A Comment