যে মেয়েটা
-গদাধর সরকার
যে মেয়েটা ছড়ায় সাগর পারুল চাঁপার মনে ।
যে মেয়েটা খুশির খবর পাঠায় হলুদ বনে ।
যে মেয়েটা ঘুরে বেড়ায় শিরিন নদীর বাঁকে ।
যে মেয়েটা আপন মনে উদাস দুপুর আঁকে ।
যে মেয়েটা ধুলো ওড়ায় কুসুম পুরের পথে ।
যে মেয়েটা আবির ছড়ায় লাজুক মনের মঠে ।
যে মেয়েটা সাহস জাগায় আশার প্রদীপ জ্বেলে
যে মেয়েটা রামধনু মন । সরায় আঁধার ঠেলে
যে মেয়েটা রূপকথা পুর । নুপুর পরে নাচে ।
যে মেয়েটা সোহাগ দিয়ে ফোটায় কুঁড়ি গাছে ।
যে মেয়েটা রোদের কুচি ছড়ায় নদীর কুলে ।
যে মেয়েটা মনের আগল সদাই রাখে খুলে ।
যে মেয়েটা শালুক ফুলের আদর ভালোবাসে ।
যে মেয়েটা খুশির পালক ছড়ায় সবুজ ঘাসে ।
যে মেয়েটা টগর, পলাশ, তিতির পুরের ছুটি ।
যে মেয়েটা নদীর সাঁকো । বুনো হাঁসের জুটি ।
যে মেয়েটা সাঁতার কাটে গাঁয়ের পুকুর ঘাটে ।
যে মেয়েটা কাগজ কুড়োয় নিঝুম পুরের হাটে ।
যে মেয়েটা ঝুমঝুমি ভোর, কেবল কাছে ডাকে
সেই মেয়েটাই বাঁশি আমার । হৃদয় জুড়ে থাকে