
কবিতা- শাসন বেড়ি
শাসন বেড়ি
– সীমা চক্রবর্তী
প্রশ্ন করো যখন তখন, জানো কি কেমন আছি?
একলা ঘরে এখন থাকি
মৃত্যু’র কাছাকাছি।
জানতে চাও এতো দুঃখ কোথা থেকে আসে?
দুঃখের বিষ পান করেছি
মিশেছে তাই শ্বাসে।
শুনতে চাও কেমন করে হারালো সুখের ঘর?
কারণ ছাড়াই বাদল এলো
এলো বালির ঝড়।
ভাবতে পারো, কি যন্ত্রণায় ঘুমেই চমকে উঠি?
দানব রূপী স্বপ্নরা আমায়
বানায় তাদের গুঠি।
মাপতে চাও কতটা আঘাত, ভাঙে আমায় রোজ?
সেই সে যেদিন আমায় ফেলে
হলে তুমি নিখোঁজ।
মানতে পারো মূল্য কি, এমন করে বাঁচা?
হাতে কড়া পায়ে বেড়ি
দমচাপা এক খাঁচা।
হানবে কি আরও চাবুক আমার নগ্ন বুকে?
একটা কোপেই নামাও মাথা
যাক না সব চুকে।


2 Comments
Anonymous
অসাধারণ
Anonymous
খুব সুন্দর লিখেছেন