কবিতা

কবিতা- মাতৃত্ব

মাতৃত্ব
-মিনাক্ষী পতি

 

 

আমি যখন মা হলাম জীবনে প্রথম বার,
তখন আমার হৃদয়েতে, হাজার বাতির ঝাড়,
জ্বলে উঠে জীবন আমার করলো আলোময়,
নরম হাতের ছোঁয়ায় আমার প্রাণ হলো মোহময়।

তার কান্নার রোলে প্রাণ আমার, করে উঠে আনচান,
তার ব্যথা বেদনাতে হৃদয় আমার হয়ে যায় খান খান।

“মা” ডাকটি শুনলেই মনে আসে কত শান্তি,
তার হাসিমুখ সুখেথাকা
আমার জীবনের বড় প্রাপ্তি।
তার সরল মুখের মিষ্টি হাসি
কোথায় পাব আর,
মাতৃত্বের এই সন্তান প্রীতি
বুঝবে না এ সংসার।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>