Site icon আলাপী মন

কবিতা- এক টুকরো মুক্তো

এক টুকরো মুক্তো
– পলি ঘোষ

 

 

এই মখমলে শুভ সন্ধ্যায়
গায়ে মাখছি হিমেল বাতাস।
মুখে ফুটছে এক মেশানো বিবর্ণ হাসি।
মনের আয়নায়
তোর ঠোঁটে ঠোঁট মিলিয়ে কলমের ডগার আঘাতে কবিতার সন্ধিপথে দেখেছি,
নতুন রূপে এক বসন্ত এসেছে
আমার জীর্ণ কুটিরে।
অলীক অনুভবে তোর মিষ্টি
কন্ঠস্বরের প্রেমের যমুনা সেতু বন্ধন করেছি দিবারাত্রি।
ঘুম আচ্ছন্ন চোখে জমে আছে
তোর চুম্বনের একরাশ মিষ্টতা।
তুই হলি আজ আমার জীবনে বর্ণালী রূপে
সাজানো সৈকত থেকে উঠে আসা,
এক টুকরো মুক্তো।

Exit mobile version