চেতনার সেই রঙ
– সমীর হালদার
নীতিহীনতার নাগপাশে বন্দি হয়েছে মনুষ্যত্ব।
’20 হাজারের’ লোভ আর লালসা গ্ৰাস করেছে চেতনার সব রঙ!
বিবেক তুমি পথ হারালে দূর্নীতির এ কোন দিগন্তে!!
সবুজের সুস্পষ্ট আবেশে যে স্বপ্ন দেখা শুরু হয়েছিল,
সে স্বপ্নের রং আজ ফিকে…
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে ওঠে মনের অজান্তেই…
সবুজের মাঝে অন্য একটা রং ক্রমশ জেগে উঠছে।
খুব-ই চেনা সে রং;
যে রং ঐতিহাসিক! বৈপ্লবিক!
জলন্ত আগুনের ঝড় উঠবে একদিন….
ঝড় উঠবে মনের অজান্তেই।
এখনো সময় আছে,
এখনো ফুরায়নি বেলা,
এখনো বাজেনি বেলাশেষের গান।
বিবেক তুমি ফিরে এসো,
সামনে দাঁড়িয়ে মূর্তিমান আদর্শ,
তাঁকে ছুঁয়ে থাকো। গঙ্গাস্নানে পবিত্র হও।
ফিরে আসুক চেতনার সেই রং।
যে রং স্বপ্নের।
যে রং সত্যের।