জীবন কাটাই দ্বন্দ্বে
– মানিক দাক্ষিত
বারো মাসে তেরো পার্বণ
লেগেই আছে বঙ্গে,
বলতে পারো ভুলেই আছি
নানান যাদু রঙ্গে।
ভক্তি শ্রদ্ধা চুলোয় গেছে
সকাল থেকে সন্ধ্যে,
খানা-পিনা-রসে-বশে
কাটছে ভাল-মন্দে।
মানবতা কথার কথা
নাইকো কোনো ছন্দে,
অধর্মকে ধর্মে মুড়ে
জীবন কাটাই দ্বন্দ্বে।