“তবু মনে রেখো”
– সোম
জানিনা তোমার কতটা সুখ দিতে পেরেছি,
যতটা সম্ভব ভালোবাসার, ভালোবেসেছি।
কোনো একদিন যাবো আমি বহু দূরে চলে,
সত্যি সত্যিই এ ভুবন ছেড়ে তোমাকে না বলে।
সেদিন জেনো জীবনের ডাইরিটা হবে ছারখার,
কবিতারা থাকবে না; ছিঁড়ে যাবে গিটারের তার।
সেদিন তুমি থেকো, স্মৃতির রাজ্যে মোর ছেড়ে একা!
এ ঘর ও ঘর বৃথাই খুঁজবে, আমাকে পাবে না দেখা।
ফেলে আসা স্মৃতিগুলো, তুমি মনের ভুলে দেখো।
জানি, তোমার থাকবে না মনে, “তবু মনে রেখো!”