Site icon আলাপী মন

কবিতা- অন্তক্ষরা

অন্তক্ষরা

-জিৎ সাহ

 

 

(১)
এক নদী বয়ে যায়,
হৃদয় হতে নীল শোণিত ধারায়
শিরায় উপশিরায়।
আরেক নদী বয়ে যায় আমার মনের বিস্মৃত ধারায়,
এখনও ভাবনায়, অনুধাবনায়…
আর আমি এক দিগভ্রান্ত নাবিকের মত পাল তুলে দিয়ে গাঙুরের জলে ভেসে চলেছি ,
হায় !


(২)
আমার জন্য তোর চোখে জল ।
— কেন ?
আমি তো তোর কেউ নই !
হ্যাঁ, মানছি
তোর বুকের ভেতর এখনও জমে আছে অভিমানের মেঘ।
তবুও আমার জন্য তোর দু’চোখে বর্ষা কেন নামবে ?
আমার জন্য তোর কোনো কূলে , কোনো কালেও তো কোনো উচ্ছ্বাস দেখা যায় নি…
(৩)


এক নদী মাঝ গঙ্গা।। উত্তাল উচ্ছ্বাসে ভরা।।
এক নদী যমুনা।। যার সাথে কোনকালেই কোন সম্পর্ক ছিল না।।
আর এক নদী তুই।— সরস্বতী।।
নিঃশব্দে আজও বয়ে চলেছিস আমার ভবে অনুভবে,
অনুভাবনায় ।।
তোকে কি নামে ডাকি বলতো!
— অন্তক্ষরা নাকি চোরাস্রোতা ?


(৪)
আজ চরৈবেতি মন্ত্র বুকে,
পাল্টে গেছে সব।
তুই ভাবছিস আমি আছি সুখে,
আমি ভাবছি তুই…
এক বরষায় উচ্ছ্বাসে ভরো ভরো এক নদী
বড্ড দুঃখ দেয় যদি,
অকারনেই বাঁক নেয় কোনো এক মোহনায়…
হায় !

 

Exit mobile version