ফ্যানের কোষ্ঠকাঠিন্য বলতে বোঝালাম যে যতটা জোর নিয়ে সে ঘুরতে চায় ঠিক ততটা হাওয়া দিতে সে পারেনা। এটি জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। ধন্যবাদ আপানাকে। Reply
জীবন ও জীবনযাপনের, জীবন ও জীবিকার তাগিদের, জীবনের প্রতিটি মুহূর্তের অসম লড়াই প্রতিটি ছত্রে- অনবদ্য। ভীষণভাবে আলোড়িত করে গেল কবিতা- “জীবন” Reply
ভালোই লাগলো
তবে ফ্যানের কষ্টকাঠিন্য…. ঠিক বুঝলাম না 🤔
ফ্যানের কোষ্ঠকাঠিন্য বলতে বোঝালাম যে যতটা জোর নিয়ে সে ঘুরতে চায় ঠিক ততটা হাওয়া দিতে সে পারেনা। এটি জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। ধন্যবাদ আপানাকে।
জীবন ও জীবনযাপনের, জীবন ও জীবিকার তাগিদের, জীবনের প্রতিটি মুহূর্তের অসম লড়াই প্রতিটি ছত্রে- অনবদ্য। ভীষণভাবে আলোড়িত করে গেল কবিতা- “জীবন”
একদম তাই প্রতিটি মুহুর্তই অসমান লড়াই আর এই লড়াইটাই আসলে জীবন, আধিপত্যটা নয়। ধন্যবাদ আপনাকে।
ভালো হয়েছে
ধন্যবাদ