কবিতা

কবিতা- বদ্ধ ভূমি

বদ্ধ ভূমি

-তাপস বর্মন

 

 

আমার ভুবনে গ্রীষ্মের দাপট ঘাম ঝরে অনর্গল,
হৃদয় চাতক মেঘ পানে চায় চাহে একফোঁটা জল।
চেরাপুঞ্জিতে মেঘমালারা অবগুণ্ঠনে ঢাকা,
সবকিছু ফেটে চৌচির হয় পাই না কারোর দেখা।
তপন বাবু ক্রমান্বয়ে বাড়ায় ক্রোধের ঝাঁঝ,
শিয়রে নির্ঘাত বিপদ দাঁড়িয়ে ললাটে পড়ে ভাঁজ।
এলনেনো বুঝি জলরাশিকে করে ফেলেছে গ্রাস,
মনের সবুজ বনানীরা তাই তৃষ্ণায় হাঁস ফাঁস।
বাধা ঠেলে মেঘ বালিকা না আসলে তুমি,
জীবনটাই পুরো পন্ড হবে,হবে বদ্ধ ভূমি।

Loading

Leave A Comment

You cannot copy content of this page