Site icon আলাপী মন

কবিতা- অনামিকা

অনামিকা
-দীপঙ্কর দাস

 

 

কবিরা তো উদাসীন ছিল সেই প্রাগৈতিহাসিক কাল থেকে।
কবিদের প্রেম শুধু ষড়ঋতুর সাথে, সবুজের সাথে।
কবিরা শুধু কবিই হয়,
কবিদের পুরুষ হওয়াটা অনিবার্য নয়।
পৃথিবীর সব কবিতাই অনার্য
পৃথিবীর সব কবিরাই অনার্য
তাই; কবিদের সংসারী ভাবাটা বোকামি অনামিকা।
তোমার কাছে সব কবিতাই
কবিদের হিমালয় সমান শুভঙ্করের ফাঁকি
অথচ কবির সংসার বলতে, প্রেম বলতে
কবিতা ছাড়া হাতে আর কিছুই অবশিষ্ট নেই।

Exit mobile version