Site icon আলাপী মন

কবিতা- আবার আষাঢ়

আবার আষাঢ়
শিলাবৃষ্টি

 

 

আবার আষাঢ় এলি সেজে-
বৃষ্টি সাথে নিয়ে,
সারা উঠোন কোণে আমি
ভিজবো একা গিয়ে।
মেঘ তুমি আজ আকাশ ‘পরে
হওনা গভীর কালো
বিদ্যুৎ! সেই কালোর মাঝে
ক্ষণে ক্ষণেই জ্বলো।
জীমুত বাহ! গর্জ তুমি
কেঁপে উঠুক ধরা !
ফুলে ফেঁপে উঠুক নদী
যতই থাকুক মরা।
গাছ-গাছালি প্রাণ ফিরে পাক…
শুকনো ওদের মুখ,
আষাঢ় তোমার জলের ধারায়
ভোলাও ওদের দুখ।
রিম ঝিম ঝিম বুকের মাঝে
নৃত্য শুরু আজ,
বৃষ্টি এসে এক নিমেষে
ভুলিয়ে দিল কাজ।

Exit mobile version