কবিতা- “মুখোশ”

“মুখোশ”
– অলোক শীল

 

 

আসলে তোমার কথারা বড্ড ছলনাময়;
জানো তুমি কি?
মুখোশের আড়ালে মানুষ কি সত্যি হয়,
না বুঝে আমি মন দিয়ে মন রাখি, হিসেব নিকেশ আগামিতে এখনো তোমার বাকি।

ইংরেজি জানা শিক্ষিত তুমি এক ভদ্রলোক;
কবিতা জানা গল্প লিখা তোমার চায়ের চুমুক,
চোখ দু’টো তোমার শিক্ষায় মোড়া করে ছলছল
আমার কথারা ব্যর্থ ব্যথায় শুধুই রোজ অচল॥

আর জানো কি, তুমিই করেছো বিভাজন;
তোমার চোখই মাপ জানে বুঝি আমার ওজন,
চলছে জীবন আড়ালে আড়ালে খুব ভালো
ভালোবাসা অনেক তোমায়
আবারও আমার প্রাণে আগুন জ্বালো।

Loading

One thought on “কবিতা- “মুখোশ”

Leave A Comment