মুক্তি
– উজ্জ্বল মল্লিক
চাওয়া-পাওয়ার মাঝে যতদিন,
লোভ-বিদ্বেষে হবে মমতাবিহীন;
অহংবোধে আচ্ছাদিত সোহম্-বাণী
অতীতের নালন্দা-স্তূপেরই মত।
আত্মকেন্দ্রিকের অনন্ত একাকীত্ব,
নগর-সভ্যতা, রহিত মনুষ্যত্ব,
মুখোশে ঢাকা সব যান্ত্রিক, কৃত্রিম,
আত্মারামের ক্রন্দন রয় অব্যক্ত:
কালে, মুক্তির আনন্দে রয় সতত।