Site icon আলাপী মন

কবিতা- ল্যাম্পপোস্ট

ল্যাম্পপোস্ট
– সীমা চক্রবর্তী

 

একা ল্যাম্পপোস্ট
আলো মেশা রাত
ফুটপাতে হাঁটে ভেজা পদ্য,
চেয়ে ফিরে যায়
রাত টুপটাপ
এই প্রেম ভেঙে যায় সদ্য।

ঠোঁট নির্বাক
ঝরে নোনা জল
চোখ উদাসীন, পাতা বন্ধ,
নেই প্রশ্ন
ফাঁকা রাস্তায়
অনুভূতি হীন দ্বিধা দ্বন্দ্ব।

ভাঙা আলপথ
জল থৈ থৈ
ছেঁড়া ডাইরির চুরি লব্ধ,
ওড়ে পল্লব
ঝড় ছুঁয়ে যায়
চলে ঝগড়া ফাটে শব্দ।

ঘুম পস্তায়
চাঁদ টপকায়
মুছে যায় ফেরা রাস্তা,
বুকে স্বপ্ন
ভেঙে চুরমার
চোরা চাউনি বড় সস্তা।

এ যে সত্যি
বড় সত্যি
ভেজা শিশিরে আঁকা পদ্য,
বাকি মিথ্যে
সব মিথ্যে
রাত নাগরিক চেনা গদ্য।

Exit mobile version